শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চে হঠাৎ আগুন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় ভ্রমণরত পর্যটকবোঝাই লঞ্চ ‘পেলিকন-১’-এ আগুন লেগেছে। গতকাল রাত পৌনে ৭টার দিকে হারবাড়িয়া বন অফিসের সামনে নোঙর করে থাকা লঞ্চটিতে আগুন লাগে। তবে দেশি-বিদেশি পর্যটকসহ লঞ্চের ২৬ যাত্রীকে উদ্ধার করেছে সুন্দরবন বিভাগ। আগুনের খবর পেয়ে মংলা কোস্টগার্ড, মংলা ফায়ার সার্ভিস ও মংলা বন্দর কর্তৃপক্ষের ফায়ার ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। সুন্দরবন বিভাগ তাত্ক্ষণিক এ তথ্য নিশ্চিত করেছে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনে ভ্রমণরত পর্যটকবোঝাই ট্যুরিস্ট লঞ্চ পেলিকন-১ হারবাড়িয়া এলাকায় অবস্থান করছিল। গতকাল রাত পৌনে ৭টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে পর্যটকরা। তাদের চিৎকার শুনে হারবাড়িয়া বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। তাদের কাছে আগুন নেভানোর কোনো সরঞ্জাম না থাকায় তারা পর্যটকসহ লঞ্চের কর্মীদের উদ্ধার করে। ২৬ জন পর্যটককে উদ্ধার করে হারবাড়িয়া বন বিভাগের ক্যাম্পে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে গোটা লঞ্চটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় মংলা  কোস্টগার্ড, মংলা ফায়ার সার্ভিস ও মংলা বন্দর কর্তৃপক্ষের ফায়ার ইউনিটকে। রাত পৌনে ৮টায় মংলা কোস্টগার্ড, মংলা ফায়ার সার্ভিস ও মংলা বন্দর কর্তৃপক্ষের ফায়ার ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে গোটা লঞ্চটিতে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে।

সর্বশেষ খবর