রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরায় হোমফেস্টে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় হোমফেস্টে উপচে পড়া ভিড়

শেষ হলো আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাড়ি সাজানোর পণ্যের মেলা। হোমফেস্ট ঢাকা-২০১৬ শীর্ষক এ প্রদর্শনীতে ঘর সাজানোর বিভিন্ন উপকরণের বিশাল সমাহার গ্রাহকদের সামনে তুলে ধরা হয়। দুই দিনব্যাপী মেলার গতকাল শেষ দিনে ছিল দর্শনার্থীর উপচে পড়া ভিড়। উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের উদ্যোগে মেলায় নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। শেষ দিনে ছিল শিশুদের জন্য আর্ট কমপিটিশন। এ কমপিটিশনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। ঘর সাজানোর চমৎকার সব ডিজাইনের চিত্র অঙ্কন করে তারা। সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কমপিটিশনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। মেলায় গিয়ে দেখা গেছে শত শত দর্শনার্থীর ভিড়। ঘরের সৌন্দর্য বৃদ্ধির বিভিন্ন উপকরণ নিয়ে সাজানো হয়েছে সব স্টল। এমনই একটি স্টল বসুন্ধরা এলপি গ্যাস। এলপি গ্যাসের স্টলে গিয়ে দেখা গেছে, কর্মীরা গ্রাহকদের বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করছেন। গ্রাহকরা এলপি গ্যাসের অর্ডারও দিচ্ছেন। অর্ডার দিলেই ঠিকানা অনুযায়ী স্টলের পক্ষ থেকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার। এমনকি বাসায় গিয়ে সেটিং করে নিরাপত্তা ঝুঁকিমুক্ত রাখতে নির্দেশনা বই পৌঁছে দেবেন কর্মীরা। বসুন্ধরা এলপি গ্যাস ১৪টি ধাপে নিরাপত্তা ঝুঁকিমুক্ত থাকবে বলে জানালেন স্টলের কর্মীরা। এ বিষয়ে বসুন্ধরা এলপি গ্যাসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মো. হাবিবুর রহমান বলেন, সাধারণ বাসাবাড়িতে রান্নাঘরের জন্য গ্যাস সিলিন্ডার রয়েছে বসুন্ধরার। এই সিলিন্ডারের নিরাপত্তা বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য খরচ পড়বে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। এ ক্ষেত্রে ক্রেতারা চাইলে আমাদের অর্ডার পয়েন্টের মাধ্যমেও নিতে পারবেন। মেলায় অংশ নেওয়া ২৭টি স্টল চমৎকার ডিজাইনের পণ্য দিয়ে সাজানো হয়েছে। আধুনিক বাথরুম ফিটিংস, বেডরুম ফিটিংস, ঝাড়বাতি, লাইটিং, ফুলের টব, রান্নাঘরের বিভিন্ন উপকরণ। দৃষ্টিনন্দন এসব পণ্য কিনতে মানুষের আগ্রহ অনেক বলে মেলার আয়োজকরা জানালেন। প্রথম দিন মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছিল ইন্টেরিয়র ডিজাইন কমপিটিশন, রিয়াল টাইম এক্সিবিশন।

সর্বশেষ খবর