রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল এক লাখ ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার দাম প্রায় চার কোটি টাকা।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান জানান, ভোররাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফ নদের তীরে অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। তিনি উল্লেখ করেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি টহল দল নাফ নদের তীরে অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি ডিঙ্গি নৌকায় থাকা সন্দেহজনক দুজনকে থামার সংকেত দিলে তারা প্যারাবনের ভিতর পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া নৌকায় একটি ছোট বস্তা ছিল, যেটিতে পলিথিন মোড়ানো এক লাখ ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য চার কোটি পাঁচ লাখ টাকা। উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হবে। এদিকে উখিয়া সীমান্তের বালুখালী বিজিবি সদস্যরা গতকাল সকাল ৯টার দিকে বালুখালী পানবাজার এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে চার হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এ সময় বিজিবি সদস্যরা পালংখালী এলাকার মৃত মৌলভী হাছানের ছেলে মোহাম্মদ ইউসুফ (৩৬), হোয়াইক্যং উলুবনিয়া এলাকার মো. হারুণের ছেলে সেলিম উল্লাহকে (৩২) আটক করেছেন।

সর্বশেষ খবর