রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হেলিকপ্টারে এমপিপুত্রের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের এমপি আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান রংপুরের বিভিন্ন এলাকা সফর করছেন হেলিকপ্টারে করে। তিনি তার বাবার নির্বাচনী এলাকাসহ রংপুর নগরীর বিভিন্ন ওয়ার্ডে হেলিকপ্টারে গিয়ে মতবিনিময় সভায় যোগ দিচ্ছেন। হেলিকপ্টার সভাস্থলেই নামছে।

রাশেক রহমান রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য। আগে দলটির কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক ছিলেন। গতকাল সকালে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রংপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মের সামনের ফাঁকা মাঠে। সকাল সাড়ে ১০টায় রাশেক রহমানকে নিয়ে একটি হেলিকপ্টার মাঠে অবতরণ করে। দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করেন। পরে সভা মঞ্চে গিয়ে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল গণি দুলালের সভাপতিত্বে সভায় রাশেক রহমান তার বক্তৃতায় বলেন, দেশের রাজনীতি বহুরূপী। এক শ্রেণির মানুষ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে রাজনীতি করেন। তারা দেশের মানুষের উন্নতির চিন্তা না করে নিজেদের আখের গোছানোর চিন্তা করেন। আওয়ামী লীগ ঠিক তার উল্টো। এ দলের নেতা-কর্মীরা দেশ ও দেশের মানুষের উন্নয়ন চিন্তা করে। যে কারণে দেশ আজ অনেক এগিয়ে গেছে। মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করতে যাচ্ছে। রাশেক রহমানের বক্তব্য শুনে অনুষ্ঠানস্থলে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী ফজলার রহমান বলেন, নেতারা কোনো দিন হেলিকপ্টারে চড়ে সরাসরি সভাস্থলে আসেন না। এটা প্রথম দেখলাম। আর রিকশাচালক আজমতউল্লাহ বলেন, ‘সভা শুনতে আসি নাই, আলচি হেলিকপ্টার দেখপ্যার।’ একই কথা বললেন স্থানীয় বস্তির বাসিন্দা লাইলী বেগমসহ কয়েকজন। ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাশেক রহমান তেমন নেতা নন যে তার বক্তব্য শুনতে লোকের সমাগম হবে। আসলে লোকের উপস্থিতি বাড়াতেই হেলিকপ্টার নিয়ে সভাস্থলে আসেন। লোকজন হেলিকপ্টার দেখার জন্য ভিড় করবে। তাতে সভায় উপস্থিতি বেশি দেখাবে। এর আগে গত ২৩ নভেম্বর রাশেক রহমান হেলিকপ্টারে করে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডসহ তার বাবার নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় যোগ দেন।

সর্বশেষ খবর