সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আগুনে পুড়ে ছাই কড়াইল বস্তি

নিজস্ব প্রতিবেদক

আগুনে পুড়ে ছাই কড়াইল বস্তি

রহস্যময় আগুনে জ্বলছে রাজধানীর কড়াইল বস্তি —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে দগ্ধ এক নারীর অবস্থা আশঙ্কাজনক। গতকাল দুপুরে ২ ঘণ্টার এই আগুনে সর্বস্ব হারিয়ে কয়েক হাজার নারী-পুরুষ খোলা আকাশের নিচে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৪টি ইউনিট কাজ করে। ঘটনাস্থল অনেক ঘিঞ্জি থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থল পর্যন্ত পৌঁছাতে পারেনি। দূর থেকে পাইপ লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন তারা। জানা গেছে, ব্র্যাক সেন্টারের উত্তর পাশে অবস্থিত কড়াইল বউবাজার বস্তি। কয়েক হাজার খুপড়ি ঘর রয়েছে সেখানে। পাঁচ সহস্রাধিক মানুষ সেখানে বসবাস করেন। এদের অধিকাংশই গার্মেন্ট শ্রমিক ও দিনমজুর। বস্তির ভিতরে রয়েছে ছোটখাটো অর্ধশতাধিক দোকান। দুুপুর আড়াইটায় বউবাজার টিনশেড বস্তিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এক ঘর থেকে আরেক ঘরে। চারদিকে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় সামনের বেশ কয়েকটি সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন বউবাজার বস্তি ছাড়াও পাশের মাছবস্তিতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ছাফিয়া বেগম জানান, এই অগ্নিকাণ্ডে তার নিজের ১৫টি ঘর পুড়ে যায়। তার মেয়ে সুমি জানান, তার ৮টি ঘর পুড়ে যায়। মেরাজ আলী নামের এক রিকশাচালক জানান, তার ঘর ছিল ওই বস্তিতে। ঘরে জমানো টাকাসহ পুরো সংসার পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সময় বেশকিছু ঘরবাড়ি লুটপাটও হয় বলে বস্তিবাসীরা অভিযোগ করেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। নিরাপত্তার জন্য ঘটনাস্থলে র‌্যাব পুলিশ মোতায়েন করা হয়। মহাখালী থেকে গুলশান ১ নম্বরে যাওয়ার রাস্তায় পানিবাহী গাড়ি রেখে সেখান থেকে পাইপে করে পানি কড়াইল বস্তিতে নেওয়া হয়। বস্তির দুই দিকে গুলশান লেক থাকায় আগুন নিয়ন্ত্রণে বাধা পড়ে। ৫ শতাধিক ঘর পুড়ে গেছে বলে স্থানীয়রা দাবি করেছে।

ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। বস্তিবাসীদের অভিযোগ, বার বার এ বস্তিতে রহস্যজনকভাবে আগুন ধরে যায়। তবে তাদের সন্দেহ কোনো মহল বস্তি উচ্ছেদ করতে আগুন ধরিয়ে দিচ্ছে বার বার। গত মার্চেও একইভাবে এই বস্তিতে আগুন ধরে। তাতে বেশ কয়েকজন আহত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর