সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
সংসদ অধিবেশন শুরু

অক্টোবর পর্যন্ত পদ্মায় ব্যয় ১১ হাজার ৬১৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সংসদে পদ্মা সেতু প্রকল্পের ব্যয়ের হিসাব দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, পদ্মা সেতু নির্মাণে প্রকল্পের কাজ শুরু থেকে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত মোট ১১,৬১৬ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। দশম সংসদের ১৩তম অধিবেশন গতকালই শুরু হয়েছে। অধিবেশন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।    মুহাম্মদ মিজানুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, মূল সেতু নির্মাণে ৩১ শতাংশ অগ্রগতি হয়েছে। এ ছাড়া নদীশাসন কাজে ২৬ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক নির্মাণ ৮২ শতাংশ, মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ১০০ শতাংশ, সার্ভিস এরিয়া-২ নির্মাণ ১০০ শতাংশ মিলিয়ে সার্বিক ভৌত উন্নয়ন কাজের অগ্রগতি হয়েছে ৩৭ শতাংশ।

দ্বিতীয় পদ্মা সেতু পাটুরিয়ায় : রেজাউল হক চৌধুরীর (কুষ্টিয়া-১) লিখিত প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী সংসদকে জানান, পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর