সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মালয়েশিয়ায় অপহরণের নেটওয়ার্ক বাংলাদেশে

ঢাকায় মুক্তিপণ গ্রহণের সময় আটক ৩

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ গ্রহণের সময় গতকাল ঢাকা থেকে টাঙ্গাইলের দুলাল ও রূপচান আলী এবং কুমিল্লার আলী আহমেদ রিফাত নামে তিনজন গ্রেফতার হয়েছে।

এ ব্যাপারে গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, মালয়েশিয়ায় অপহৃত মাহবুবের ভাই নাজমুল হক সবুজ গত ২৮ নভেম্বর র‌্যাবের কাছে অভিযোগ করে তার ভাইকে অপহরণ করে বাংলাদেশ থেকে মুক্তিপণ চাওয়া হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিনই মুক্তিপণের টাকা দেওয়ার সময় দুলাল ও রূপচান আলীকে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ এলাকা থেকে আটক করে র‌্যাব-৩। পরে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সহায়তায় ১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং এলাকার এক জঙ্গল  থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মাহবুব আলমকে উদ্ধার করা হয়। এরপর ৩ ডিসেম্বর এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রিফাতকে মালিবাগ চৌধুরীপাড়া থেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের উদ্ধৃত করে এই র?্যাব কর্মকর্তা জানান, মালয়েশিয়া প্রবাসী জুলহাস, জাহাঙ্গীর আলম কামাল, মো. ফারুক সরকার, তৌহিদুল ইসলামসহ বেশ কয়েকজন ব্যক্তি মালয়েশিয়ায় বাংলাদেশিদের অপহরণের সঙ্গে জড়িত। বাংলাদেশে যারা আটক হয়েছে তাদের মাধ্যমে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে মুক্তিপণ আদায় করত তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর