মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতে গণপিটুনিতে বাংলাদেশি নিহত

প্রতিদিন ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি নিহত হয়েছেন। খাসিয়াদের পিটুনিতে রবিবার রাতে তিনি নিহত হন বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম বশির আহমদ (৩৫)। তিনি তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামের শুকুর আলীর ছেলে। বশিরের লাশ আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সুনামগঞ্জ বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার রাত ২টার দিকে বশির আহমদ বড়ছড়া সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। পরে সেখানে ট্রাক থেকে তেল চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়। এতে বশির আহমদ মারা যান। তার লাশ বিএসএফের কাছে আছে। গতকাল বিজিবির পক্ষ থেকে লাশ আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘বশির আহমদ চোর নন, একজন শ্রমিক। কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।’ সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহবুব আলম গতকাল দুপুর ২টার দিকে বলেন, ‘বড়ছড়ায় রাখা ট্রাক থেকে তেল চুরির অভিযোগে ভারতের খাসিয়াদের পিটুনিতে বশির আহমদের মৃত্যু হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। তার লাশ আনার প্রক্রিয়া চলছে। এজন্য বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।’

সর্বশেষ খবর