মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাসবিরোধী কৌশল জোরদারে সম্মত ভারত-বাংলাদেশ

দীপক দেবনাথ, কলকাতা

সন্ত্রাসবিরোধী প্রক্রিয়া (অ্যান্টি-টেরর মেকানিজম) আরও জোরদার করা ছাড়াও সীমান্ত পেরিয়ে গবাদিপশু, মাদক ও অস্ত্র পাচার রোধ, অনুপ্রবেশসহ একাধিক সমস্যা সমাধানে একমত হয়েছে ভারত-বাংলাদেশ। সোমবার নয়াদিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিষি। ভারতীয় উপমহাদেশে ইসলামিক স্টেট (আইএস)-এর তত্পরতা বৃদ্ধি, সাম্প্রতিককালে বাংলাদেশ ও ভারতের কয়েকটি রাজ্যে জেহাদি সংগঠনের উপস্থিতি এবং তা দমন করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই বিষয়েও দুই  পক্ষের মধ্যে মতবিনিময় হয় বলে এদিন এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। দুই দেশের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, নিরাপত্তা সম্পর্কিত সমস্যা, সীমান্ত বরাবর অবৈধ কার্যকলাপ বন্ধ করা, সীমান্ত ব্যবস্থাপনাসহ একাধিক বিষয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠক অত্যন্ত অর্থবহ ও আন্তরিক হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। বৈঠকে ভারতের মাটিতে লুকিয়ে থাকা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি এবং যুদ্ধাপরাধীদের ধরতেও বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ভারতের কাছে অনুরোধ জানান। পাশাপাশি গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়েও দুই দেশের মধ্যে তথ্য বিনিময় হয়।

সর্বশেষ খবর