বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ তিন চরমপন্থি নিহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন চরমপন্থি নিহত হয়েছেন। তারা হলেন—গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তাজমুল হোসেন (২৭), চাঁদ আলীর ছেলে মহিবুল ইসলাম (২৪) এবং একই উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের ফকির মহাম্মদের ছেলে তুহিন হোসেন (২১)। এ সময় পুলিশের দুই উপপরিদর্শকসহ ছয় সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শুটারগান, ২ রাউন্ড তাজা গুলি, ২টি রামদা ও ২টি হাত বোমা উদ্ধার করেছে। গতকাল ভোর ৪টার দিকে পুরাতন মটমুড়া গ্রামের খবির উদ্দিনের একতা ইটভাটার পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত তিন চরমপন্থির বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাসুদ-পিচ্চি বাহিনীর সদস্য বলে জানা গেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ১৪/১৫ জনের একটি চাঁদাবাজ বিভিন্ন ভাটা মালিকের থেকে চাঁদা আদায় করে আসছিল। তারা উপজেলার মটমুড়া গ্রামের খবর উদ্দিনের ইটভাটার পাশে ডাকাতির চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদের নেতৃত্বে ওসিসহ গাংনী থানা ও জেলা গোয়েন্দা পুলিশের দুটি দল সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশ পাল্টা আক্রমণ চালালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। পরে সকালে ঘটনাস্থল থেকে নিহত তিন চাঁদাবাজের লাশ উদ্ধার করা হয়। মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে তারা ইটভাটায় চাঁদা দাবি করার সময় চিরকুটে কখনো এমএল (জনযুদ্ধ) আবার কোনোটিতে লাল পতাকা (জনযুদ্ধ) বলেও দাবি করেছে। গাংনী উপজেলার ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান তাদের পরিচয় নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর