বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সব প্রতিষ্ঠান থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মুছতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের যেসব স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতাবিরোধীদের নাম রয়েছে, তা মুছে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে একটি আবেদনের শুনানি করে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতের এ আদেশ বাস্তবায়ন  করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও শিক্ষা সচিবকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। স্বাধীনতাবিরোধীদের নামে থাকা বিভিন্ন স্থাপনা, সড়ক, অবকাঠামোর নাম পরিবর্তন চেয়ে ২০১২ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির। রিটে সুনির্দিষ্টভাবে খুলনার খান-এ সবুর রোড এবং কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহ আজিজুর রহমান মিলনায়তনের কথা বলা হয়। প্রাথমিক শুনানির পর ওই বছরের ১৪ মে রুলসহ খান-এ সবুর ও শাহ আজিজুর রহমানের নাম ব্যবহার স্থগিতের আদেশ জারি করে হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নামে স্থাপনা নিয়ে রুল জারি করা হয়। সেই নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না জানিয়ে গত বছরের ২৫ আগস্ট রিটকারীরা আরেকটি আবেদন করেন। পরে হাইকোর্ট ওই দুটি স্থাপনা থেকে দুই স্বাধীনতাবিরোধীর নাম প্রত্যাহারে নির্দেশ দেয়। গত বছরের নভেম্বরে হাইকোর্ট আর এক নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে যেসব স্থাপনা ও প্রতিষ্ঠানে স্বাধীনতাবিরোধীদের নাম ব্যবহার করা হয়েছে, তা পরিবর্তন করতে আদেশ দেয়। সেই আদেশ বাস্তবায়িত না হওয়ায় ২০টি স্থাপনার নামের তালিকাসহ নতুন এই সম্পূরক আবেদন নিয়ে গতকাল আদালতে আবেদন করে রিটকারী পক্ষ। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ কে রাশিদুল হক।

সর্বশেষ খবর