বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দিয়াজের লাশ তুলে ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার অনুমতি দিয়েছে আদালত। একই সঙ্গে তিন সদস্যের বিশেষজ্ঞ ফরেনসিক টিম গঠন করে ময়নাতদন্ত সম্পন্নের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম জোনের সহকারী পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘দিয়াজের পরিবারের পুনরায় ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে লাশ তোলার আবেদন করেছিলাম। আদালত পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে তোলার অনুমতি দেয়।’ প্রসঙ্গত, ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় দিয়াজ ইরফান চৌধুরীর লাশ পাওয়া যায়। ২৩ নভেম্বর ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যার ফলে শ্বাসরোধ হয়ে দিয়াজের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে আসছিল, দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

সর্বশেষ খবর