বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
নির্বাচনী উত্তেজনা নারায়ণগঞ্জে

আমাদের কাজ হবে সিসি ক্যামেরার মতো স্বচ্ছ

—ইসি জাবেদ

নিজস্ব প্রতিবেদক ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

আমাদের কাজ হবে সিসি ক্যামেরার মতো স্বচ্ছ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী জানিয়েছেন, শুধু ভোট কেন্দ্র নয়, বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন সেজন্য পর্যাপ্ত র‌্যাব, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), পুলিশ ও আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। মেয়র ও কাউন্সিলর সব প্রার্থীর  জন্য সমান সুযোগ থাকবে। আচরণবিধিও সবার জন্য সমান। গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জের বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলতেও অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমাদের কর্মকাণ্ড হবে সিসিটিভির মতো স্বচ্ছ।’ এদিকে আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ নাসিক নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই সভায় শুধু সাতজন মেয়র প্রার্থী উপস্থিত থাকবেন। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হবে। জানা যায়, আচরণবিধি প্রতিপালনে সবার সহযোগিতা কামনা ও বিধি লঙ্ঘনে ব্যবস্থার বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দিকনির্দেশনা দেবেন সিইসি। সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীদের কথাও শুনবেন তিনি। ওই সভায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকবেন। বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর জাবেদ আলী বলেন, ‘প্রতি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। কেউ যদি প্রচারণায় বিঘ্ন সৃষ্টি মনে করেন তাহলে ওই প্রার্থী যেন রিটার্নিং অফিসারকে জানান। তা ছাড়া আমরা নিজেরা ও গোয়েন্দা সংস্থার মাধ্যমেও খোঁজখবর নিচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা সব দিক থেকে স্বচ্ছ রয়েছি। আশা করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি।’ জাবেদ আলী শহরের এবিসি স্কুল পরিদর্শন করেন। ওই সময় স্কুল কর্তৃপক্ষ সুষ্ঠু ভোট নিয়ে নানা প্রশ্ন করেন তাকে। জবাবে তিনি বলেন, ‘ভোট অবশ্যই সুষ্ঠু হবে। আমরা সব সময় চাই লেভেল প্লেয়িং ফিল্ড। আপনাদের পরামর্শ ও সুপারিশ নিয়ে আইনের সঙ্গে সংগতি রেখে ব্যবস্থা নেব। সবার ওপরে জনগণ। জনগণ যদি চায় তাকে আইনে পরিণত করা যায়। আমরা এমন একটা নির্বাচন করতে চাই যেটা স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।’ জাবেদ আলীর সঙ্গে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহ আলম, সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর