বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানের পতাকা পুনঃস্থাপন চায় সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লুই আই কানের নকশা পাকিস্তানের পতাকার আদলে করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরিয়ে তার ওই নকশা বাস্তবায়নের মাধ্যমে পাকিস্তানের পতাকা পুনঃস্থাপন করতে চাচ্ছে সরকার।

তিনি গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্ত দিবস’ উপলক্ষে বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। বক্তৃতা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান  দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূইয়া, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম প্রমুখ। মির্জা ফখরুল বলেন, লুই আই কান কখন, কীভাবে কোন পরিস্থিতিতে নকশা করেছেন তা আমাদের জানতে হবে। তৎকালীন সবচেয়ে বড় ডিক্টেটর আইয়ুব খান ঢাকায় পাকিস্তানের দ্বিতীয় রাজধানী করতে চেয়েছিলেন। তিনি ফার্মগেটের এই জায়গাটি বেছে নেন। আইয়ুবনগর নাম দিয়ে এখানে সংসদ ভবন, কেন্দ্রীয় সরকার স্থাপনের সিদ্ধান্ত নিলেন। পরবর্তীতে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিশ্ববিখ্যাত স্থপতি লুই আই কানকে বেছে নেওয়া হয়। পরে পাকিস্তানের পতাকার ওপর ভিত্তি করে তিনি এই নকশা করেন। পাকিস্তানের পতাকা রক্ষা করার জন্য সরকার নকশা অনুযায়ী অন্যান্য স্থাপনা উচ্ছেদ করতে চায় কিনা, এ প্রশ্নের জবাব দিতে হবে। মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নির্যাতন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা কতটা অমানবিক। শিশুরা আশ্রয়ের জন্য প্রাণ বাঁচাতে এলে তাদের আমরা ফিরিয়ে দিই। মানবিক কারণে সরকারকে বলব, মিয়ানমারের রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিন। আসুন তাদের স্বদেশে ফেরাতে মিয়ানমার ও বিশ্ববাসীর ওপর চাপ সৃষ্টি করি। নির্বাচন কমিশন নিয়ে বেগম খালেদা জিয়ার প্রস্তাব প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতির উদ্দেশে তিনি বলেন, অতীতেও সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সেই কমিটি নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। আমরা সবার অংশগ্রহণে ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ড. খন্দকার মোশাররফ বলেন, আপনার সহচর এরশাদকে জিজ্ঞাসা করুন শেরেবাংলানগরে জিয়াউর রহমানের লাশ আছে কিনা। এই এরশাদেই তখন জিয়ার লাশ কাঁধে বহন করে শেরেবাংলানগরে দাফন সম্পন্ন করেছিলেন। কাজেই সাধু সাবধান! মাজার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর