বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সুন্দরবনে বনদস্যু বাহিনীর সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধে দুই দস্যু নিহত হয়েছে। র‌্যাব সদস্যরা এ সময় বনদস্যু বাহিনীর ফেলে যাওয়া ১১টি আগ্নেয়াস্ত্র, ২২৭ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। গতকাল সকালে পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জের দুধমুখি বাদামতলা খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো বনদস্যু শামসু বাহিনীর সদস্য আল আমিন (৩৫) ও হোসেন মোল্লা (৩০)। এদের বিস্তারিত পরিচয় র‌্যাব জানাতে পারেনি। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৮ এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের দুধমুখী খালের বাদামতলা এলাকায় অভিযান শুরু করে। সুন্দরবনের বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা বনের গহিনে পালিয়ে গেলে র‌্যাবের সদস্যরা সেখানে তল্লাশি শুরু করে। এ সময়ে বনের ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ১১টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গুলি এবং দুই বনদস্যুর মৃতদেহ উদ্ধার করা হয়। ধ্বংস করে দেওয়া হয় বনদস্যু শামসু বাহিনীর সদস্যদের ব্যবহৃত একটি আস্তানা। পরে স্থানীয় জেলেরা নিহত দুজনকে আল আমিন ও হোসেন মোল্লা নামের শামসু বাহিনীর বনদস্যু বলে শনাক্ত করে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই বনদস্যুর লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য মালামাল র‌্যাবের পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮ এর ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে বিকালে শরণখোলা থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ এনে দুটি মামলা দায়ের করেছেন। লাশ দুটির বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর