শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গাদের ৯ নৌকা ফেরত পাঠাল বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী ৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে রেহাই পেতে এসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে নাফ নদের জলসীমানার শূন্যরেখা থেকে রোহিঙ্গাবাহী ৯টি নৌকা  ফেরত পাঠানো হয়। বিজিবির বাধার মুখে রোহিঙ্গাবাহী নৌকাগুলো মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়েছে। এতে প্রতি নৌকায় ১৫ থেকে ২০ জন রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু ছিল বলে জানা গেছে। তিনি জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে তত্পর রয়েছে। অনুপ্রবেশের চিহ্নিত স্থানগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া দেশের অভ্যন্তরে রোহিঙ্গা প্রবেশ করতে না পারে সে জন্য বিভিন্ন সড়কে বিজিবি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বর্তমানে রোহিঙ্গা অনুপ্রবেশ অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানান। 

 

সর্বশেষ খবর