শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

১৩ ক্লাবে হাউজিতে নিষেধাজ্ঞা থাকছেই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবসহ দেশের পাঁচ জেলার ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ড খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ক্লাবের অভ্যন্তরে অর্থ দিয়ে এসব খেলার ওপর নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তাতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়নি বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবীরা। গত রবিবার হাইকোর্ট ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবসহ ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ড খেলার আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেন। এ আদেশ স্থগিত চেয়ে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। ওই আবেদনে শুনানিতে গত মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ একদিনের জন্য স্থগিত করে গতকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। শুনানিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ আগামী রবিবার পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে ঢাকা ক্লাব কর্তৃপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি) করতে বলা হয়েছে। আদালতে ঢাকা ক্লাবের পক্ষে ছিলেন আইনজীবী মো. মেহেদি হাসান চৌধুরী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও রোদোয়ান আহমেদ রানজিব। নিষেধাজ্ঞার মাধ্যমে ক্লাবগুলোকে এই কার্যক্রম থেকে বিরত রাখতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ বিবাদীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

১৩ ক্লাব হলো : ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিজ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগং ক্লাব, চিটাগং সিনিয়র ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

সর্বশেষ খবর