শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

তিন তালাক অসাংবিধানিক

প্রতিদিন ডেস্ক

ভারতের একটি আদালত মুসলিমদের ‘তিন তালাকের’ বিধানকে ‘অসাংবিধানিক’ বলেছে। ‘তিন তালাক’ নিয়ে এক মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে বলেছে, ‘তিন তালাকের’ এই বিধান ভারতের মুসলিম মহিলাদের অধিকার ক্ষুণ্ন করছে। ‘তিন তালাকে’র মাধ্যমে বিয়ে বিচ্ছেদের মুসলিম রীতিটি বেশ বিতর্কিত। স্বামী ইচ্ছা করলে কেবল মুখে তিনবার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করে তার স্ত্রীকে একতরফাভাবে বিচ্ছেদ দিতে পারেন। তবে অনেক মুসলিম সংগঠন এবং নারী অধিকার সংগঠন এই রীতি সংস্কারে বহুদিন ধরে দাবি জানাচ্ছে। তাদের যুক্তি, এর ফলে অনেক মুসলিম মহিলা চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন। কারণ এ ধরনের বিয়ে বিচ্ছেদ ঘটে স্ত্রী এবং তার সন্তানদের খোরপোশের কোনো ব্যবস্থা না করেই।

এলাহাবাদ হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে বলেছে, ‘তিন তালাকের’ রীতিটি ভারতের সংবিধানের ঊর্ধ্বে হতে পারে না। তবে যারা ‘তিন তালাক’ সমর্থন করেন, সেই মুসলিম নেতারা বলছেন, এটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তারা এটিকে ভারতের মুসলিমদের বিরুদ্ধে এক ধরনের বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। সম্প্রতি তিন তালাক নিষিদ্ধ করা নিয়ে একটি আবেদনপত্রে সই করেন প্রায় ৫০ হাজার মুসলিম। যাদের মধ্যে মহিলা ও পুরুষ উভয়ই রয়েছেন। এ নিয়ে আদালতে একাধিক আবেদনও জমা পড়ে। তিন তালাক প্রথা বন্ধের দাবিতে মুসলিম মহিলাদেরই একটি অংশ সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা করেছেন। দিন কয়েক আগেই ‘তিন তালাক’ প্রথাকে অসাংবিধানিক ও সভ্যতাবিরোধী বলেছিল কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। এর পরই মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে। এর মধ্যেই গতকাল এলাহাবাদ আদালত এ রায় দিল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর