শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শাটল ট্রেনে বসাকে কেন্দ্র করে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও শিক্ষার্থীরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন নগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

সংঘর্ষে নিজের কয়েকজন অনুসারী আহত হয়েছেন বলে দাবি করলেও তাদের নাম জানাতে পারেন ফজলে রাব্বি সুজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোকাদ্দেস বলেন, উভয় পক্ষকে হলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, রাতের ক্যাম্পাসমুখী শাটল ট্রেনে বসা নিয়ে ঝগড়ার পর সভাপতি টিপুর অনুসারীরা শাহজালাল হলে এবং সাধারণ সম্পাদক সুজনের অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান নিয়ে পরস্পরকে ইট ছুড়তে থাকে। এ সময় কয়েকটি হাতবোমারও বিস্ফোরণ ঘটে। সুজন বলেন, ট্রেনে বসাকে কেন্দ্র করে সভাপতি গ্রুপের ছেলেরা আমাদের ছেলেদের মারধর করে।  তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সভাপতি টিপু বলেন, তেমন কিছু না। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে  গেছে।

সর্বশেষ খবর