শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুষ্টিয়ায় বাতিল সিলিন্ডারের রমরমা বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে বিভিন্ন নামি-বেনামি কোম্পানির বাতিল হওয়া গ্যাস সিলিন্ডার বাজারজাত করা হচ্ছে। এক্ষেত্রে দেশের একটি স্বীকৃত গ্যাস কোম্পানির (যমুনা গ্যাস) প্লান্ট থেকে সেগুলো রি-ফিলিং করে পুনরায় রং লাগিয়ে রমরমা বাণিজ্য করছে কিছু অসাধু ব্যবসায়ী। যা সাধারণ মানুষের জানমালের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিষয়টি কুষ্টিয়া জেলা প্রশাসকের নজরে এলে তিনি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বসুন্ধরা এল পি গ্যাস লিঃ শহরে এ ধরনের কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়ে মানসম্মত কোম্পানির এল পি গ্যাস সিলিন্ডার কেনা এবং তা ব্যবহারের জন্য ভোক্তা সাধারণকে আন্তরিকভাবে অনুরোধ করেছে।

সর্বশেষ খবর