শিরোনাম
শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের চক্র জড়িত

—— সিআইডি

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরের একটি চক্র জড়িত বলে মনে করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে দেখা গেছে, এই চক্রটি রিজার্ভের  নিরাপত্তা ব্যবস্থাকে ধীরে ধীরে দুর্বল করেছে। এর ফলে চুরি করা সহজ হয়েছে হ্যাকারদের। সিআইডির তদন্ত দলের প্রধান শাহ আলম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিরাপত্তাব্যবস্থা দুর্বল করে ভিতর ও বাইরের চক্র বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সহায়তা করেছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তদন্তে আমরা যেটা দেখেছি, দেশি-বিদেশি কিছু ব্যক্তি সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের ফলে সুরক্ষিত সিস্টেমটি (ব্যবস্থা) স্টেপ বাই স্টেপ (ধাপে ধাপে) অরক্ষিত হয়েছে এবং অরক্ষিত করার ফলে মূল হোতারা হ্যাকিং করেছিল। তাদের হ্যাকিং করাটা সহজ হয়েছে। সুযোগ তৈরি হয়েছে। রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশে মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে। সিআইডির তদন্ত দল এখন নিশ্চিত হয়েছে, অর্থ চুরির ঘটনায় বিদেশি চক্রকে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা সহায়তা করেছে। সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তাদের এবং মূল হোতা বা বিদেশি চক্রটিকে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকে পাঁচজন কর্মকর্তার অবহেলা ও অসতর্কতাও দায়ী।

সর্বশেষ খবর