রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হেফাজতমুক্ত হয়ে দেশে ফিরল আট শিশু-কিশোর

জয়পুরহাট প্রতিনিধি

অনুপ্রবেশের অভিযোগে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে হেফাজতে থাকা বাংলাদেশের আট শিশু-কিশোরকে ফেরত পাঠানো হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায়   হিলি চেকপোস্ট দিয়ে তাদের পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি, বিএসএফের কর্মকর্তাসহ বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোম কর্তৃপক্ষ। ফিরে আসা শিশুরা হলো দিনাজপুরের কাহারোল উপজেলার মিত্রবাটির উমর আলীর ছেলে সোহেল রানা, আবদুল কাদেরের ছেলে মিজানুর রহমান, সুন্দদৈল গ্রামের রাধাকান্ত রায়ের ছেলে অমৃত চন্দ্র রায়, দিলবাবু রায়ের ছেলে গৌতম রায়, আবদুর রাজ্জাকের ছেলে আজিজুল ইসলাম, নাসির উদ্দীনের ছেলে সজুন আলী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রামচান্দুয়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খোলামোড় হিন্দুপাড়ার মতিয়ার রহমানের ছেলে জোবায়েদ হোসেন। চেকপোস্ট পুলিশের ওসি মো. রফিকুজ্জামান জানান, ফিরে আসা শিশু-কিশোরেরা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। এরা সবাই সেখানে এক থেকে দেড় বছর হেফাজতে থাকার পর  দেশে ফিরেছে।

সর্বশেষ খবর