মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

উন্নতি নেই রোহিঙ্গা পরিস্থিতির

বাংলাদেশে ঢুকছে অনেকেই, ফেরানোর চেষ্টায় বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

উন্নতি হচ্ছে না রোহিঙ্গা পরিস্থিতির। প্রতিদিনই সীমান্ত পথে বাংলাদেশে ঢুকে পড়ছে অগণিত নির্যাতিত রোহিঙ্গা। গতকাল ভোরে নাফ নদ পাড়ি দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ৭টি রোহিঙ্গা বোঝাই নৌকা ফেরত দিয়েছে বিজিবি।

২ ব্যাটালিয়ন বিজিবি উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফের খারাংখালী ও হ্নীলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালালে জওয়ানরা রোহিঙ্গা নৌকাগুলো মিয়ানমারের দিকে ফেরত পাঠায়। নৌকাগুলোতে আনুমানিক নারী-শিশুসহ শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানান তিনি।

রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনী ও বর্ডার পুলিশের অব্যাহত হত্যা, ধর্ষণ ও নির্যাতনে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিদিন সীমান্ত পাড়ি দিয়ে এসব রোহিঙ্গা টেকনাফের নাফ নদে পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তবে বিজিবি জওয়ানরা অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর