মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
রাজশাহী সিটি করপোরেশন

ভেস্তে গেছে সৌন্দর্য বর্ধনের টাকা, এবার ৪ কোটি টাকার প্রকল্প

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহী মহানগরীর শহর রক্ষা বাঁধে দুই বছর আগে সৌন্দর্য বর্ধনের জন্য ১৬ লাখ টাকা ব্যয়ে বাগান তৈরি করা হলেও ফুল ফোটেনি সেখানে। অযত্ন অবহেলার কারণে পুরো প্রকল্পই ভেস্তে গেছে। নষ্ট হয়ে গেছে সেই বাগান। এতে প্রকল্পের ১৬ লাখ টাকায় গচ্ছা গেছে। তবে সেই বাগান নতুন করে ঢেলে সাজাতে এবার আরও প্রায় চার কোটি টাকা ব্যয় করার উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ থেকে পঞ্চবটি এবং তালাইমারী শহীদ মিনার হয়ে বাদুড়তলা মসজিদ পর্যন্ত বাঁধের উত্তর ঢালে নতুন করে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন বাগান। ২০১৪ সালের শেষের দিকে একই জায়গায় তৈরি হয়েছিল বাগান। এ জন্য উজাড় করা হয় বাঁধের ঢালের গাছ। সে সময় পুরো এলাকাজুড়ে নেটসহ দেওয়া হয় বাঁশের বেড়া। বসানো হয় দেড় শতাধিক বড় বড় টব। কয়েকটিতে লাগানো হয় ফুল গাছ। কিন্তু ছয় মাসের মাথায় ফুল ফোটার আগেই বেড়া ভেঙে বাগানে চড়তে শুরু করে গরু-ছাগল। উজাড় হয়ে যায় বাগান। ফলে নগর সৌন্দর্য আর শোভা পায়নি। রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ফুলবাগান রক্ষার জন্য বাঁশের বেড়া, আরসিসি খুঁটি ও নেট দিয়ে বেষ্টনী নির্মাণ করা হয়। এ বছরের জানুয়ারিতে সংশোধিত বিজ্ঞপ্তির ডব্লিউবি-৫৩ (৫৩) নম্বরের এ কাজে ব্যয় হয় ১৫ লাখ ৯৯ হাজার ৯৫৮ টাকা। এ কাজটি বাস্তবায়ন করেন রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব। তবে ঠিকাদার আবদুল্লাহ আল মাহমুদ জানান, তিনি দরপত্রের শর্ত মেনেই কাজ করেছেন। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের, ঠিকাদারের নয়। সরেজমিন গিয়ে দেখা গেছে, বাগানের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। কোথাও ভাঙা বেড়া থাকলেও নেই ফুলগাছ। কিছু ফুলগাছ থাকলেও পরিচর্যা না থাকায় ঢেকে গেছে ঘাসে। চরে বেড়াচ্ছে গরু, ছাগল-ভেড়া। কেউ কেউ আবার বেড়ায় গরু-ছাগল বেঁধে রেখেছেন। আছে সিটি করপোরেশনের সাইনবোর্ড। এতে উল্লেখ আছে, বেড়ায় হেলান দিয়ে বসলে ৫০০ টাকা জরিমানা। বাগানে গরু ঢুকলে ৫০০ টাকা, ছাগল ২০০ টাকা এবং হাঁস ঢুকলে ১০০ টাকা করে জরিমানা গুণতে হবে। এ ছাড়া বেড়া ভেঙে ফেললে জরিমানা হিসেবে বেড়ার দাম পরিশোধ করতে হবে। নগরীর বোষপাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম জানান, ফুল বাগান তৈরির নামে লুটপাট হয়েছে এখানে। রক্ষণাবেক্ষণের অভাবে উজাড় হয়ে গেছে ফুল বাগান। এ ছাড়া বাঁধের ঢাল আলগা হয়ে পড়ায় মাটি নেমে রাস্তার পাশের ড্রেন ভরাট হয়ে গেছে। তবে ওই এলাকাটির সৌন্দর্য বর্ধনে নতুন করে এবার প্রায় চার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আজিম। তিনি বলেন, আগের মেয়রের সময় নেওয়া প্রকল্পটি ভুল ছিল। এ কারণে ১৬ লাখ টাকা ভেস্তে গেছে। তারা নতুন করে প্রায় চার কোটি টাকার প্রকল্প নিয়েছেন। এতে করে স্থায়ী সৌন্দর্যের কাজ করা হবে।

সর্বশেষ খবর