শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আত্মসমর্পণ করে অনুদান নিলেন জেএমবির সুজন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সালাউদ্দিন আহমেদ ওরফে সুজন নামে এক জেএমবি সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। জঙ্গি তৎপরতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় র‌্যাব তাকে এ সময় ৫ লাখ টাকার অনুদান প্রদান করে। গতকাল দুপুরে কুষ্টিয়া র‌্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আত্মসমর্পণ করা ওই জেএমবি সদস্যকে হাজির করা হয়। সালাউদ্দিন রাজশাহীর বাঘা উপজেলার দাদপুর গ্রামের আবদুল হালিম মোল্লার ছেলে। এ সময় সালাউদ্দিন জানান, তিনি বেশ কিছুদিন ধরে জেএমবির সক্রিয় সদস্য হিসেবে ছিলেন। এখন তিনি তার ভুল বুঝতে পেরেছেন। এ ছাড়া পরিবারের সদস্যরাও তাকে ভালো পথে ফিরে আসার জন্য বুঝিয়েছেন। এ কারণে তিনি অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসতে চান।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন খান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি এ সময় বলেন, ইসলাম কখনও জঙ্গিবাদ সমর্থন করে না। কিছু বিপথগামী মানুষ কম বয়সীদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের জঙ্গিবাদে অনুপ্রাণীত করছে। তিনি এ অপতৎপরতার সঙ্গে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। পরে এই র‌্যাব কর্মকর্তা সালাউদ্দিনের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন।

সর্বশেষ খবর