শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এবার সোনারগাঁয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি কারখানায় বুধবার রাতে এক শিশু শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত শ্রমিকের নাম মো. ইয়ামীন (১৫)। এ ঘটনায় নিহতের পিতা শাহজাহান মিয়া বাদী হয়ে গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার কাজ শেষে রাত ৯টার দিকে একই সেকশনের লাইনম্যান রায়হান পূর্বশত্রুতার জেরে কমপ্রেশার দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করলে গুরুতর আহত হন ইয়ামীন। তাকে কারখানার ডাক্তার প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়ামীন আড়াইহাজার থানার বগাদীর শাহজাহানের ছেলে। নিহত শ্রমিকের পিতা শাহজাহান মিয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকায় বি আর স্পিনিং মিলস লিমিটেডে তার ছেলে মো. ইয়ামীন ছয় মাস পূর্বে রিং রানার পদে চাকরি নেয়। বুধবার রাতে কারখানার ফিনিশিং শাখায় কাজ করার সময় রিং লাইনম্যান ও উপজেলার মাহমুদপুর গ্রামের নুরুল হকের ছেলে রায়হান মিয়া আমার ছেলের পায়ুপথে কমপ্রেশার ডুকিয়ে প্রেশার দিতে থাকলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী সবুজ মিয়া জানান, আমার সহকর্মী ইয়ামীন মিয়াকে ইচ্ছাকৃতভাবে পায়ুপথে কমপ্রেশার পাইপ দিয়ে বাতাস ডুকিয়ে দেওয়ার পর সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের পিতা শাহজাহান মিয়া জানান, আমার ছেলেকে পরিকল্পিতভাবে রায়হান মিয়া হত্যা করেছে। হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। স্পিনিং মিলের এজিএম রোমান মিয়া জানান, রায়হানের সঙ্গে ইয়ামীনের কোনো প্রকার দ্বন্দ্ব আছে কিনা আমাদের জানা নেই। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শিশু শ্রমিক হত্যার ঘটনায় থানায় শাহজাহান মিয়া একটি হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রায়হান মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর