শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতের রাষ্ট্রপতি ভবন চত্বরে গুহায় ৪০ বছর বসবাস

দীপক দেবনাথ, কলকাতা

ভারতের রাষ্ট্রপতি ভবনের মতো হাই প্রোফাইল একটি জায়গাতেও নিরাপত্তার ফোকর! যা শুনলে রীতিমতো চমকে উঠতে হবে। রাইসিনা হিলস চত্বরের মধ্যেই একটি গুহায় ৪০ বছর ধরে বাস করছেন এক বৃদ্ধ। অথচ এত দিন সেখানে বসবাস করলেও তার কোনো খবরই নেই পুলিশের কাছে। ঘটনাটি জানা যায় শনিবার সন্ধ্যায়। ওই দিন রাষ্ট্রপতি ভবনের একটি পাঁচিল টপকে এক বৃদ্ধকে ভিতরে আসতে দেখেন টহলরত দিল্লি পুলিশের সদস্যরা। সঙ্গে সঙ্গে সতর্ক করে দেওয়া হয় দিল্লি পুলিশ, রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সব নিরাপত্তা এজেন্সিকে। শুরু হয় অভিযান। এরপর খোঁজ নিতে গিয়ে চক্ষু কপালে ওঠার মতো অবস্থা। রাষ্ট্রপতি ভবনের পেছনের জঙ্গলে গাজী নুরুল হাসান (৬৮) নামে এক ব্যক্তির খোঁজ পান নিরাপত্তাকর্মীরা। এর পরই তাকে আটক করে নিয়ে ?যাওয়া হয় দিল্লির চাণক্যপুরী থানায়। জিজ্ঞাসাবাদ শুরু হতে ক্রমেই হতবাক হয়ে পড়েন পুলিশের কর্মকর্তারা। নুরুল হাসান জানান, ৪০ বছর ধরে রাষ্ট্রপতি ভবনের পেছনে একটি মাজারে থাকেন তিনি। মাটির নিচে সেই মাজারে তার সঙ্গেই থাকেন ছেলে নূর (২২)। তার আসল বাড়ি উত্তর প্রদেশে। কিন্তু প্রায় ৪০ বছর ধরে নিজের হাতে ওই গুহাটি তৈরি করে সেখানেই থাকতেন নুরুল হাসান। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

নিজেকে একজন উর্দু লেখক ও ধর্মগুরু বলে পরিচয় দেন তিনি। তার দাবি, দেশটির সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ তাকে ধর্মশিক্ষক নিয়োগ করেছিলেন। সেই থেকে রাষ্ট্রপতি ভবন চত্বরেই থাকেন তিনি। এও জানা গেছে, নুরুল হাসানের ভোটার কার্ড, বিদ্যুৎ সংযোগ সবই রয়েছে ওই মাজারের ঠিকানায়। তিনি জানান, আগে বডিগার্ড লাইন দিয়ে ?যাতায়াত করতেন। কিন্তু সম্প্রতি ওই গেটটি বন্ধ করে দেওয়ায় রাষ্ট্রপতি ভবনের পাঁচিল টপকে ?যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তিনি। বয়ানের সত্যতা যাচাই করতে কয়েক দিন ধরে নুুরুল হাসানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ খবর