শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

গ্রহাণুর আঘাতে ধ্বংস হবে পৃথিবী

নাসার সতর্কবাণী

প্রতিদিন ডেস্ক

পৃথিবীতে একসময় রাজকীয় পদচারণ ছিল ডাইনোসরদের। আর এসব ডাইনোসর ছিল বৃহদাকৃতির। সেসব প্রাণীর ধ্বংস হয়েছে মূলত গ্রহাণুর   আঘাতে। এ বিশ্বাস গবেষকদের। ঠিক সেই ধরনের একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এমনটিই জানাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ধেয়ে আসা গ্রহাণুটি আঘাত হানলে মানব জাতি ধ্বংস হয়ে। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক ডা. জোসেফ নাথ বলেছেন, ‘একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যদি পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষ হয় তাহলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে।’ দিন কয়েক আগে পরমাণুবিজ্ঞানীদের সঙ্গে এক অনুষ্ঠানে জোসেফ তার তথ্য উপস্থাপন করে বলেন, ‘মানুষ এ বিস্ময়কর গ্রহাণু বা ধূমকেতুর জন্য একেবারেই প্রস্তুত নয়।’

অনুষ্ঠানে কীভাবে এই গ্রহাণু মহাজাগতিক বিপদ হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে তা উপস্থাপন করা হয়। নাসার ওই বিজ্ঞানী বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এ মুহূর্তে আমরা এ ব্যাপারে কোনো কিছুই করতে পারব না।’ আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্ষিক সভায় জোসেফ আরও উল্লেখ করেন, বড় ও বিপজ্জনক গ্রহাণু এবং ধূমকেতু মাঝে মাঝে পৃথিবীর আকাশে বিস্ফোরিত হচ্ছে এবং তা ভূপৃষ্ঠে আছড়ে পড়ছে। অন্যদিকে কিছু বিলুপ্তির পর্যায়ে রয়েছে, অনেকটা ডাইনোসর প্রজাতি নিধনকারীদের গ্রহাণুর মতো। এ প্রজাতি পৃথিবী থেকে প্রায় ৫ কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে।

সর্বশেষ খবর