শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আঞ্চলিক কানেকটিভিটি বৃদ্ধির ফলে এ অঞ্চল উপকৃত হবে : বার্নিকাট

দীপক দেবনাথ, কলকাতা

বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারত বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে সড়ক ও রেল নির্মাণ এবং বন্দরের আধুনিকীকরণ ও সংযোগের মধ্য দিয়ে এই অঞ্চল অনেক উপকৃত হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। গতকাল কলকাতায় ‘ইন্দো-এশিয়া কানেকটিভিটি’ শীর্ষক এক আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বার্নিকাট এ কথা বলেন। তিনি জানান, ‘চট্টগ্রাম ও মংলা নদীবন্দর এবং পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের মধ্যে সংযোগ স্থাপিত হলে ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যে যাত্রী পারাপার যেমন সহজ হবে তেমনি বাণিজ্য ও পণ্য পরিবহনেও গতি পাবে।’ নেপাল ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে নৌপথে যোগাযোগ বাড়াতে মংলা বন্দরের সুবিধা নিতে আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মংলার পূর্ব পাশে গভীর সমুদ্রবন্দরের উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করছেন। ‘আমার পর্যবেক্ষণ হলো এতে ভালো ফল হবে।’

সর্বশেষ খবর