শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
যশোরে চীনা নাগরিক খুন

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দুজনের

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে চীনা নাগরিক চেং হিসং হত্যার ঘটনায় আটক নেত্রকোনা জেলার চকপাড়া এলাকার নাজমুল হাসান পারভেজ ও তার ভাতিজা মুক্তাদির রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার রাতে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক বুলবুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। এ সময় তারা চীনা নাগরিক চেং হিসং হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে একটি সূত্র জানিয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, আদালতের কাছে ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করার পর আদালত আটক দুজনকে জেলহাজতে প্রেরণ করেছেন। এর আগে চেং হিসং খুনের ঘটনায় বৃহস্পতিবার রাতেই যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন যশোর উপশহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আবদুর রহিম। মামলায় আটক দুজনকেই আসামি করা হয়েছে। এদিকে গতকাল সকালেই চীনা দূতাবাসের কয়েকজন কর্মকর্তা যশোর পৌঁছে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও ঘটনাস্থল পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, বুধবার রাতে যশোর উপশহর এলাকার একটি বাড়িতে চীনা নাগরিক ব্যবসায়ী চেং হিসংকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। চেং হিসং চীন থেকে ইজিবাইকের ব্যাটারি আমদানি করে যশোর অঞ্চলে ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ চেং হিসংয়ের ব্যক্তিগত সহকারী নাজমুল ও তার ভাতিজা মুক্তাদিরকে আটক করে।

সর্বশেষ খবর