রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অপহরণের পর পুকুরে কলেজছাত্রের লাশ

সাতক্ষীরা প্রতিনিধি

১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের পাঁচ দিন পর গতকাল সাতক্ষীরার কলেজ ছাত্র গৌতম সরকারের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার মহাদেবনগর গ্রামের একটি পুকুর থেকে তার হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো লাশ পাওয়া যায়।

গৌতম   সরকার মহাদেবনগর গ্রামের ইউপি সদস্য গণেশ সরকারের ছেলে ও সীমান্ত আদর্শ কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। এদিকে লাশ উদ্ধারের পর উত্তেজিত জনতা অপহরণকারী নুর ইসলাম ও রেজাউল শেখের বাড়ি ঘরে আগুন দিয়েছে। বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের বাবা গণেশ সরকার জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় গৌতম ও তার বন্ধুরা বাড়ির পাশে মহাদেবনগর মোড়ে আমিন মিস্ত্রির দোকানে বসে টিভিতে ফুটবল খেলা দেখছিল। দুর্বৃত্তরা তাকে ফোনে ডেকে নেয়। এরপর থেকে গৌতমের ফোন বন্ধ পাওয়া যায়। তিনি জানান, রাতে তার নম্বরে ছেলের  নম্বর থেকে ফোন করে জানানো হয় ‘তোর ছেলেকে পেতে চাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে’। সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

সর্বশেষ খবর