রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
বাবার অভিযোগ

অপহৃত ডা. ইকবাল প্রশাসনের কাছে

নিজস্ব প্রতিবেদক

অপহরণের শিকার ডা. ইকবাল মাহমুদের বাবা এ কে এম নুরুল আলম অভিযোগ করে বলেছেন, আমার ধারণা ইকবাল প্রশাসনের কাছে আছে। ছেলেকে খোঁজার নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করছে, এতে আমরা সন্তুষ্ট নই। তাকে উদ্ধারে কমিটি ও চেকপোস্ট বসানোর কথা জানিয়েছে পুলিশ ও র‌্যাব।কিন্তু অপহরণের দিন ঘটনাস্থলে থাকা একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল ও পুলিশের গাড়ি সম্পর্কে কিছু বলেনি তারা। অথচ ঘটনার দুই মাস পার হলেও সে সম্পর্কে কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ করেনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  জানা গেছে, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি থেকে অজ্ঞাত কিছু লোক তুলে নিয়ে যায় ডা. ইকবাল মাহমুদকে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নুরুল আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাভয়েড (এড়িয়ে যাচ্ছে) করছে। এতে সন্দেহ আসেই। কারণ যে জায়গা থেকে আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়, সেখানে পুলিশের গাড়ি ছিল। অন্য কেউ নিলে পুলিশ তাৎ?ক্ষণিক অ্যাকশনে যেত। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এখন পর্যন্ত তার ছেলে জঙ্গিবাদে জড়িত, এমন কোনো তথ্য তাকে বা আদালতকে জানায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর