মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
মন্ত্রিসভায় অনুমোদন

ওষুধের মান দাম নিয়ন্ত্রণে হচ্ছে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

কার্যকর, নিরাপদ ও মানসম্পন্ন ওষুধের সহজলভ্য নিশ্চিত করতে ন্যাশনাল ড্রাগ রেগুলেটরি অথরিটি গঠনের বিধান রেখে ‘জাতীয় ওষুধনীতি, ২০১৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নীতিমালা অনুমোদন দেওয়া হয়। এখন এ নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করবে সরকার।  শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এই কর্তৃপক্ষের নাম হবে ন্যাশনাল ড্রাগ রেগুলেটরি অথরিটি বা জাতীয় ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ ওষুধের মান থেকে শুরু করে কাঁচামাল ও অন্যান্য সরঞ্জামের মান দেখবে। তাদের প্রধান কাজ হবে ওষুধের মান নিয়ন্ত্রণ এবং ওষুধ তৈরি, বিক্রি ও আমদানিতে আরও বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। ২০০৫ সালে সর্বশেষ জাতীয় ওষুধনীতি করা হয়েছিল। এর মধ্যে অনেক কিছুর পরিবর্তন হওয়ায় নতুন করে এ নীতি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ঔষধ প্রশাসন অধিদফতর এবং ঔষধ প্রশাসন পরিদফতর এসব বিষয় দেখভাল করে। এখন বিশ্বের ১২২টি দেশে বাংলাদেশের ওষুধ যাচ্ছে। ফলে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন ওষুধনীতির আওতায় বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধন করা হবে। কার্যকর, নিরাপদ ও মানসম্পন্ন ওষুধের সহজলভ্য এবং ওষুধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সব ওষুধ নিবন্ধন করতে হবে। এ ছাড়া নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রস্তুত, বিক্রি ও বিতরণ রোধসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নীতিতে বিস্তারিত বলা রয়েছে। সচিব বলেন, ওষুধ নির্বাচন, পরিমাণ নির্ধারণ, ওষুধ সংগ্রহ, মজুদ ও বিতরণ; ওষুধের বিজ্ঞাপন ও প্রচার নিয়ন্ত্রণ, স্বচ্ছ ও যৌক্তিকভাবে ওষুধের মূল্য নির্ধারণ, দেশে নতুন প্রযুক্তি ও কারিগরি জ্ঞান স্থানান্তর, ওষুধ গবেষণা উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়েও নীতিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার জনস্বার্থ বিবেচনা করে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ নীতিমালা নিয়মিত হালনাগাদ করবে। প্রতিবছর অন্তত একবার ওষুধের মূল্য তালিকা হালনাগাদ করে জনগণের অবগতির জন্য খুচরা মূল্য ঔষধ প্রশাসন অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেউ ওষুধের অতিরিক্ত দাম নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো বাতিলে উচ্চ আদালতের আদেশ থাকায় গতকালের বৈঠকে সামরিক শাসনামলে প্রণীত কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অর্ডিনেন্স, নজরুল ইনস্টিটিউট আইন ২০১৬ ও জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৬-এর খসড়ারও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সর্বশেষ খবর