শিরোনাম
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাঈদীপুত্রের সঙ্গে মঞ্চে থাকা ওসি ক্লোজড

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ওসি মো. মিজানুল হককে প্রশাসনিক কারণ দেখিয়ে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে। সোমবার এ কথা নিশ্চিত করেছেন পুলিশ সুপার।

জানা  যায়, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্যারেডে সালাম গ্রহণ ও মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা এবং পুরস্কার তুলে দেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। মুক্তিযোদ্ধাদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে করা যুদ্ধাপরাধ মামলার বাদীও রয়েছেন। এ সময় সালাম গ্রহণ মঞ্চে উপস্থিত মাসুদ সাঈদীর পাশেই দাঁড়িয়ে ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। এ ছবি মাসুদ সাঈদী তার ফেসবুক আইডির টাইম লাইনে পোস্ট দিয়ে মন্তব্য করেন। এ ছবি ও মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীপুত্রের অতিথি হওয়া ও মুক্তিযোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেওয়াকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও মুক্তিযুদ্ধকে অপমান বলে আখ্যায়িত করেছেন সমালোচনাকারীরা। এ ঘটনার দুদিন পরে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুল হককে ক্লোজ করা হয়েছে।

সর্বশেষ খবর