মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

থানা হেফাজতে মৃত্যু নির্যাতনের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ থানা হাজতে মাদকদ্রব্য মামলার এক আসামি মারা গেছেন। তার নাম সোহেল রানা। তিনি মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পাহাড়ী পটল গ্রামের রেহান আলীর ছেলে।

মেলান্দহ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম দাবি করেন, পুলিশের একটি টিম ১৮ ডিসেম্বর  সন্ধ্যায় মেলান্দহের পাহাড়ী পটল গ্রামের একটি বাড়ি থেকে সোহেল রানা, জাহিদ হাসান ও জাকারিয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। গ্রেফতারকৃতদের থানায় আনার কিছুক্ষণ পরই সোহেল রানা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অন্যদিকে নিহতের বাবা রেহান আলী, ফুফা আবদুল মালেক ও ভাই গিয়াসউদ্দিন অভিযোগ করেছেন, পুলিশের নির্যাতনে সোহেল রানার মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর