বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ৭ শতাংশ

———— পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ৭ শতাংশ

জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, চলতি অর্থবছর (২০১৬-১৭) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে আমরা আশা করছি অর্থনৈতিক বিভিন্ন  সূচকের অগ্রগতির চলমান ধারা অব্যাহত থাকলে এই হার ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে। মন্ত্রী জানান, ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে প্রয়োজন জিডিপির ৪ শতাংশ বিনিয়োগ। বিনিয়োগ ছাড়া কিছু আশা করা যায় না। আবার বিনিয়োগ কিছুটা কম হলেও মানবসম্পদ দক্ষতার মাধ্যমে প্রবৃদ্ধির হার বাড়ানো যায়। দেশে বর্তমানে বিনিয়োগের পরিবেশ আছে, তাই সামনের দিনে বিনিয়োগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিকল্পনামন্ত্রী। অন্যদিকে রেমিট্যান্স প্রবাহে ধীরগতি আগামী দিনে কেটে যাবে এবং ২০১৮ সালে তা ১৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানান তিনি। মিট দ্য প্রেস অনুষ্ঠানে পরিকল্পনা সচিব তারিক উল ইসলাম, পরিকল্পনা কমিশন সদস্য ড. শামসুল আলম, খোরশেদ আলম চৌধুরী এবং আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর