বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এরশাদের রাডার দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাডার কেনায় দুর্নীতির মামলা আগামী বছরের ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এক আবেদনের শুনানি শেষে গতকাল চেম্বার বিচারপতি নিজামুল হক স্থগিতাদেশ না দিয়ে আবেদন ২ জানুয়ারি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। চেম্বার আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে ২৪ নভেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এরশাদের বিরুদ্ধে রাডার কেনায় দুর্নীতির মামলা আগামী বছরের ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্ট। ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে বিচারাধীন এ মামলার বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা যাবে। ওই আদেশের বিরুদ্ধে মামলার আরেক আসামি বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা সুলতান মাহমুদ চেম্বার আদালতে আবেদন করেন। ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করে। এ মামলায় অভিযোগ করা হয়, এরশাদের শাসনামলে তিনিসহ অন্য আসামিরা পরস্পরের যোগসাজশে সুবিধা নিয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কোম্পানির রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করেছেন। এ মামলার অন্য আসামিরা হলেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট এরশাদসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১৯৯৮ সাল পর্যন্ত মামলার কার্যক্রম সুপ্রিমকোর্টের নির্দেশে স্থগিত ছিল। ২০১০ সালের ১৯ আগস্ট শুরু হয় বাদী আলী হায়দারের সাক্ষ্যগ্রহণ। ২০১২ সালের ১ মার্চ বাদীর সাক্ষ্য শেষ হয়। ২০১৪ সালের ১৫ মে এ মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন এরশাদ নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য দেন। সেদিন অন্য দুই আসামি মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদও নিজেদের নির্দোষ দাবি করেন। তবে অন্য আসামি এ কে এম মুসা শুরু থেকেই পলাতক। গুরুত্বপূর্ণ সাক্ষীদের ফের সাক্ষ্য নেওয়ার জন্য বিচারিক আদালতে আবেদন জানায় দুদক। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালত ৮ নভেম্বর আবেদন খারিজ করে দেওয়ায় হাইকোর্টে আবেদন জানায় দুদক। এ আবেদনের ওপর ২৩ নভেম্বর শুনানি শেষে ২৪ নভেম্বর আদেশ দেয় হাইকোর্ট।

সর্বশেষ খবর