বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
বর্ষবরণে যৌন নিপীড়ন

চার্জশিটে আসামি শুধু কামাল

নিজস্ব প্রতিবেদক

পয়লা বৈশাখে টিএসসিতে বর্ষবরণের অনুষ্ঠানে শ্লীলতাহানির ঘটনায় মো. কামাল নামের একজনকে আসামি করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলাটি পুনরুজ্জীবিত হওয়ার প্রায় ১১ মাস পর তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক আবদুর রাজ্জাকের দাখিল করা চার্জশিটে ৩৪ জনকে সাক্ষী করা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক পার্থ চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছরের ১৮ জুলাই হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান কামাল। গত বছর ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়। পরদিন শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন। ভিডিও ফুটেজে আটজনকে শনাক্ত করার পর তাদের ধরিয়ে দিতে গত বছর ১৭ মে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। এর সাত মাস পর ২২ ডিসেম্বর মামলার প্রথম তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস ঢাকার আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করেন। ওই প্রতিবেদনে বলা হয়, শনাক্ত করা আসামিদের খুঁজে না পাওয়ায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চিহ্নিতদের গ্রেফতার করা সম্ভব হয়নি। যদিও বর্ষবরণে শ্লীলতাহানির ঘটনা গোপন ও প্রকাশ্যে প্রমাণিত হয়েছে। চলতি বছর ২৮ জানুয়ারি রাজধানীর চকবাজারের খাজা দেওয়ান রোডের ১ নম্বর লেনের ৭৭ নম্বর বাড়ি থেকে সবজি বিক্রেতা কামালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, তার ছবিও ওই আটজনের মধ্যে ছিল। ঘটনার সময় তার দাড়ি থাকলেও গ্রেফতার এড়াতে তিনি তা কেটে ফেলেন। মামলা সক্রিয় না থাকায় কামালকে ৫৪ ধারায় গ্রেঃতার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। সেই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা পুরনো মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে চলতি বছর ২৩ ফেব্রুয়ারি মামলাটি ফের তদন্তের জন্য পুলিশের তদন্ত ব্যুরো পিবিআইকে নির্দেশ দেন।

সর্বশেষ খবর