বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাপার সাবেক এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে পরোয়ানা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় ত্রিশালের জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল দুপুরে ৩ নম্বর আমলি আদালতের বিচারক হাফিজ আল আসাদ এ আদেশ দেন। ৪ মার্চ এ হত্যা মামলাটি করেছিলেন নিহত মুক্তিযোদ্ধা আবদুল মজিদের ছেলে লোকমান হাকিম।

মামলাসূত্রে জানা যায়, ১৯৭৪ সালের ২৭ নভেম্বর ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবদুল মজিদকে কতিপয় ব্যক্তি প্রকাশ্যে নির্যাতন ও গুলি করে হত্যা করেন। এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন জাতীয় পার্টির সাবেক এমপি ও আহমদাবাদ রাজাকার ক্যাম্পের কমান্ডার আনিসুর রহমান মানিক। ৪২ বছর পর নিহত মুক্তিযোদ্ধার ছেলে লোকমান হাকিম বাদী হয়ে চলতি বছরের ৪ মার্চ ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নম্বর আমলি আদালতে হত্যা মামলা করেন। এ মামলায় বিচারক হাফিজ আল আসাদ গতকাল দুপুরে আনিসুর রহমান মানিকসহ ১৭ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন সামছুল হক বাচ্চু, মোখলেছুর রহমান মুকুল, আদিল সরকার, মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান রতন, হাছেন আলী খাঁ, নাজিম উদ্দিন মেম্বার, মুকুল মাস্টার, আবদুল করিম মাস্টার, তৌহিদুর রহমান কোহিনুর, বাদশা বেপারী, দুদু বেপারী, মজিবর রহমান, সামছুল হক ফকির, সুরুজ আলী ও খাদেম আলী।

সর্বশেষ খবর