শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের স্টল ঘিরে আগ্রহ ক্রেতাদের

রিহ্যাব মেলা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের স্টল ঘিরে আগ্রহ ক্রেতাদের

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে রিয়েল এস্টেট অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলা। মেলার প্রবেশপথ পেরিয়ে হাতের ডান পাশের ৪ নম্বর স্টলটি ঘিরে ক্রেতাদের মধ্যে এখন ব্যাপক আগ্রহ। আর এ স্টলটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের। গতকাল রিহ্যাব মেলায় গিয়ে দেখা যায়, আগ্রহী ক্রেতারা বসুন্ধরার স্টলে বিভিন্ন প্যাকেজ সম্পর্কে খোঁজখবর করছেন। ম্যাপের সাহায্যে তাদের জমির অবস্থানসহ বিস্তারিত তথ্য বুঝিয়ে দিচ্ছেন আবাসন প্রতিষ্ঠানটির কর্মীরা। রিহ্যাব মেলায় গতকাল মোহাম্মদপুর থেকে আগত ব্যবসায়ী সিদ্দিক রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শুনেছি গত ২৫ বছরে বসুন্ধরায় প্লটের দাম বেড়েছে ২০০ গুণ। আর রাজধানীতে এমন আধুনিক ও পরিপাটি আবাসিক এলাকায় প্লটের মালিক হওয়াও সৌভাগ্যের বিষয়। এজন্য মেলায় এসেই বসুন্ধরার প্লটের ব্যাপারে আগে খোঁজ নিচ্ছি।’ বসুন্ধরা গ্রুপের স্টলে গিয়ে জানা যায়, ক্রেতাদের জন্য এখানে আকর্ষণীয় মূল্যে প্লট কেনার অফার দেওয়া হচ্ছে। রয়েছে কিস্তিতে প্লট কেনার সুবিধা। এবার মেলায় বসুন্ধরা-বারিধারা আবাসিক প্রকল্পে ২৫ লাখ টাকার প্লট ২০ লাখে পাওয়া যাচ্ছে। ২০ লাখ টাকার প্লটটি বা ১ কাঠা জমিটি মূলত বসুন্ধরা-বারিধারা আবাসিক এলাকার কিউ ব্লকে অবস্থিত। আর মূল্য পরিশোধের জন্য ক্রেতারা পাবেন ৫০ মাসের কিস্তিসুবিধা। সাধারণত জমি কেনার সময় ক্রেতাকে ১ লাখ টাকা জমা দিতে হবে। এরপর ৩৯ হাজার ৩৩৩ টাকার ৫০টি কিস্তিতে অবশিষ্ট মূল্য পরিশোধের সুবিধা পাবেন ক্রেতা। এর বাইরেও ক্রেতারা চাইলে কিউ ব্লকের ৩, ৪ ও ৫ কাঠা মূল্যের জমি কিনতে পারবেন। বসুন্ধরা ছাড়াও রিহ্যাব মেলায় অন্যান্য স্টলের মধ্যে জেমস ডেভেলপমেন্ট লিমিটেড, বেসিক বিল্ডার্স লিমিটেড, এসিউর বিল্ডার্স লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট, স্বদেশ প্রপার্টিজসহ বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তবে মেলায় অ্যাপার্টমেন্ট ও প্লটের পাশাপাশি আগ্রহীরা নির্মাণসামগ্রী-সংক্রান্ত তথ্যও পাচ্ছেন। আবাসন নির্মাণের জন্য পাওয়া যাচ্ছে ঋণসহায়তা। আর বিভিন্ন নির্মাণসামগ্রীর মধ্যে টাইলস, ইলেকট্রিক সিস্টেম, রং, প্লাইউডসহ বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে। মেলায় আরও আছে ঘর সাজানোর নানা পণ্য। বেসরকারি ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফিন্যান্স করপোরেশনের এক কর্মকর্তা জানান, তারা মেলা উপলক্ষে অ্যাপার্টমেন্ট ও প্লটের জন্য বিভিন্ন মেয়াদি ঋণসুবিধা দিচ্ছেন। আর গ্রাহকরা স্বল্প সুদে এ ঋণসুবিধা নিতে পারবেন। আবাসন ব্যবসায়ীরা মেলায় বিভিন্ন শ্রেণির ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন অফার নিয়ে এসেছেন। এজন্য উচ্চবিত্তরা তো বটেই, মধ্যবিত্তরাও নিজেদের সাধ আর সাধ্যের মধ্যে কাঙ্ক্ষিত জমি ও অ্যাপার্টমেন্টের ব্যাপারে খোঁজখবর নিতে মেলায় আসছেন। আর মূল্যহ্রাসের সুযোগ দেওয়ায় আগ্রহীরা প্রথম দিন থেকেই মেলায় ভিড় করছেন। গতকাল মেলার দ্বিতীয় দিনও দুপুরের পর থেকে দর্শকসমাগম ছিল চোখে পড়ার মতো। বুধবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এবার মেলায় ১৭৫টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ ও ১০০ টাকা। টিকিটের ওপর প্রতিদিন রাতে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার ডিপ ফ্রিজ, তৃতীয় পুরস্কার মোবাইল ফোন।

সর্বশেষ খবর