শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেরপুর-মেহেরপুরে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ

জেলা পরিষদ

প্রতিদিন ডেস্ক

শেরপুরে সরকারদলীয় হুইপ আতিকের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচন প্রভাবিত করার অভিযোগ এনে মেহেরপুরে বিজিবি মোতায়েনের দাবি জানিয়েছেন এক জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী। এ সংক্রান্ত প্রতিনিধিদের পাঠানো খবর :— শেরপুর : শেরপুর জেলা পরিষদ নির্বাচনে সরকারদলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।   আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান গতকাল দুপুরে শহরের খরমপুস্থ তার নির্বাচনী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এ সময় লিখিতভাবে ইতিপূর্বে নির্বাচন কমিশনে জানালেও কোনো কাজ না হওয়ায় হুইপ আতিকের আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা এবং সরকারি অনুদান ও বরাদ্দ দেওয়ার আশ্বাস সংক্রান্ত কথোপকথনের অডিও রেকর্ড উপস্থিত সাংবাদিকদের কাছে হস্তান্তর করা হয়। শেরপুরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চন্দন কুমার পাল।

চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর রুমান লিখিত বক্তব্যে জানান, তফসিল ঘোষণার পর থেকেই হুইপ আতিক শেরপুরে অবস্থান করছেন। এমতাবস্থায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করেন তিনি। সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু বলেন, হুইপ তার সমর্থিত প্রার্থীর শোচনীয় পরাজয় আঁচ করতে  পেরে সরকারি সুবিধা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। বারবার প্রতিকার চেয়েও পাচ্ছি না। মুক্তিযোদ্ধা ও আওয়ামীগ নেতা আবদুল ওয়াদুদ অদু অভিযোগ করে বলেন, হুইপ আতিক শেরপুরে এখন পর্যন্ত সরকারি প্রটোকল ব্যবহার করে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও  জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, হুইপের সরকারি কর্মসূচি ছিল চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত। কিন্তু তিনি কী কারণে এখন পর্যন্ত শেরপুরে অবস্থান করছেন জানি না। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বায়োজিত হাসান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ অদু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি তপন সাহাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হুইপ আতিকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১৪ ডিসেম্বর বিদ্রেহী প্রার্থী হুমায়ন কবীর সংবাদ সম্মেলন করেন। এ ব্যাপারে হুইপ আতিউর রহমান আতিক  অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আচরণবিধি লঙ্ঘন করিনি, অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। তিনি কোনো নির্বাচনী কাজে নন সরকারি কাজেই শেরপুরে অবস্থান করছেন বলে জানিয়েছেন।

পিরোজপুর : পিরোজপুরে ভোটারদের নানা উপঢৌকন দিয়ে প্রভাবিত করার অভিযোগ এনেছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়াম্যান প্রার্থী সাবেক এমপি অধ্যক্ষ শাহে আলম। প্রতিপক্ষ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের বিরুদ্ধে তিনি এ অভিযোগ তোলেন। পিরোজপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শাহে আলমের প্রতীক আনারস। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন মহারাজের প্রতীক কাপপিরিচ। আছে একজন স্বতন্ত্র প্রার্থীও। তবে তাকে অনেকটা ডামি প্রার্থী মনে করছেন ভোটাররা। শুরু থেকে বিভিন্ন কারণে এ নির্বাচন বেশ জমজমাট। অধ্যক্ষ শাহে আলম ও মহিউদ্দিন মহারাজের বাড়ি সদরের বাইরে দুই উপজেলায়। ফলে এ নির্বাচনে বিজয়ী হতে দুই প্রার্থীকেই বেশি দৌড়ঝাঁপ করতে হচ্ছে। প্রার্থী নিয়ে উঠছে নানা অভিযোগও। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শাহে আলম অভিযোগ করেন, মহিউদ্দিন মহারাজ ভোটারদের বিভিন্ন উপঢৌকন দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন। তার এ কর্মকাণ্ড নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। মহিলা সদস্যদের উপঢৌকন হিসেবে উপহার ও পুরুষদের নগদ অর্থ প্রদান করছে। নির্বাচনে এভাবে অর্থ দিয়ে ফল পক্ষে নেওয়ার তৎপরতার কারণে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। এ বিষয়ে মঙ্গলবার পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। মেহেরপুর : মেহেরপুরে নির্বাচন সুষুম ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের দুই দিন আগে থেকে বিজিবি মোতায়েনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  গোলাম রসুল। গতকাল দুুপুরে মেহেরপুর শিশু একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি এ দাবি করেন। গোলাম রসুল অভিযোগ করে বলেন, কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট হিসেবে ইউপি চেয়ারম্যানদের রাখার জন্য এক প্রার্থী চেষ্টা করছেন বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান নিজে পোলিং এজেন্টের দায়িত্বে থাকলে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন,  জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পল্টু। চেয়ারম্যান প্রার্থী গোলাম রসুলের পক্ষ নিয়ে সাবেক সংসদ জয়নাল আবেদীন বলেন, অ্যাড. মিয়াজান আলীকে সমর্থন  দেয় দল। কিন্তু জেলার স্থানীয় জনপ্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে তা বাতিল করে গোলাম রসুলকে প্রার্থী করার দাবি জানানো হয়। আমরা তৃণমূল নেতাদের প্রার্থী হিসেবে  গোলাম রসুলকে নিয়ে নির্বাচন যুদ্ধে অংশগ্রহণ করেছি। তিনি অভিযোগ করে বলেন, ভোটারদের বিভিন্ন হুমকি দিয়ে তাদের পক্ষে টানার চেষ্টা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ : জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়ারেছ আলী মিয়া, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বক্তারা জেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ এবং নির্বাচনসম্পন্ন করার জন্য প্রার্থী, ভোটারসহ সবার সহযোগিতা কামনা করেন। মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের লোহারপুল এলাকায় গতকাল সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পীর ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ সময় দুই সমর্থক আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী প্রচারণা শেষে ফেরার পথে সদস্য প্রার্থী ফারুক খানের ভাই হামলা করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সুজিতের হামলাকারীরা ব্যবহূত গাড়িও ভাঙচুর করে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, প্রচারণা শেষে ফেরার পথে সদস্য প্রার্থী ফারুক খানের ছোট ভাই সাত্তার খান লোকজন নিয়ে আমার ওপর হামলা করে। মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তাকে মামলা করার পরামর্শ দিয়েছি।

সর্বশেষ খবর