শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আইএলও কর্মকর্তার শুল্কমুক্ত গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

কূটনৈতিক সুবিধা অপব্যবহারের অভিযোগে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) কর্মকর্তা কিশোর কুমার সিংয়ের ব্যবহূত একটি গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। তার ওই গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হয়েছিল।

গতকাল দুপুরে গাড়ি জব্দের বিষয়টি জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি জানান, অবৈধভাবে ব্যবহার করায় আইএলও কর্মকর্তার ব্যবহূত মারুতি সুজুকি ব্র্যান্ডের গাড়িটি জব্দ করা হয়েছে। ১৯ ডিসেম্বর কিশোর কুমার সিংয়ের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধা নিয়ে অবৈধভাবে ওই গাড়ি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে তা ২২ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য অধিদফতর থেকে চিঠি দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে গাড়ি জমা না দিলে এ ব্যবস্থা নেওয়া হয়। এর আগেও একই  অভিযোগে ২৮ নভেম্বর ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিসনারের ব্যবহূত মিতসুবিশি পাজেরো গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর