শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিতর্কমুক্ত নির্বাচন কমিশন চাই

——— এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা সাংবিধানিক পন্থায় ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী। আর তার জন্য অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। আমরা সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আশা করি, আমাদের প্রস্তাব বিবেচনা করা হবে। গতকাল বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে পার্টির উপদেষ্টামণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আ ন ম শাহজাহান, অধ্যক্ষা রওশন আরা মান্নান এমপি, সিরাজুল ইসলাম চৌধুরী, কারি মো. হাবিবুল্লাহ বেলালী, সৈয়দ দিদার বখৎ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট মো. হাসান সিরাজ সুজা, মো. নোমান এমপি, কাজী মামুনুর রশীদ, সোমনাথ দে ও জাফর ইকবাল সিদ্দিকী, নাজমা আখতার। সভায় এরশাদ বলেন, একমাত্র জাতীয় পার্টিই দেশে শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে এনে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। তিনি বলেন, পরিবর্তন ছাড়া অগ্রগতি সম্ভব নয়। আমরা মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই দেশে উন্নয়ন-সমৃদ্ধি এবং সংস্কারের রাজনীতি প্রবর্তন করতে চাই। দিন বদলের মহাসমাবেশ করবে জাপা : জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি দেশের বৃহৎ রাজনৈতিক শক্তি। তাই এই শক্তির সমর্থন ছাড়া আগামীতে কেউ রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে না। জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে গণমানুষের ভাগ্যের পরিবর্তন করবে। সে জন্য ১ জানুয়ারি দিন বদলের মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। গতকাল শ্যামপুর থানা জাতীয় পার্টির এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, কদমতলী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সরকার, মো. আসাদ মিয়া, হানিফ সরদার প্রমুখ।

সর্বশেষ খবর