শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ঐতিহ্য

পাবনায় ঐতিহ্যের লাঠি খেলা

পাবনা প্রতিনিধি

পাবনায় ঐতিহ্যের লাঠি খেলা

মহান বিজয় দিবস উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা। জেলা কৃষক লীগের আয়োজনে গতকাল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার পাঁচটি দল অংশ নেয়। ঢাকঢোল আর বাদ্যবাজনার তালে তালে সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন। ঐতিহ্যবাহী এই লাঠি খেলার উদ্বোধন করেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউর রহিম লাল, জেলা কৃষক লীগ সভাপতি শহিদুর রহমান শহিদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হারিয়ে যাচ্ছে। পাবনা জেলা কৃষক লীগ এ খেলার আয়োজন করায় খেলোয়াড়দের মাঝে উৎসাহ-উদ্দীপনা সঞ্চারিত হবে। আয়োজক জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ জানান, গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এই খেলা ধরে রাখতে ও নতুন প্রজন্মকে দেশি খেলার সঙ্গে পরিচিত করতেই প্রতি বছরের মতো এবারও লাঠি খেলার আয়োজন করেছেন তারা।

সর্বশেষ খবর