শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

স্নোবেবি-৬০ ফুলকপি আবাদে দারুণ সাড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

স্নোবেবি-৬০ ফুলকপি আবাদে দারুণ সাড়া

বগুড়ার শেরপুর উপজেলায় গেটকো সিডসের উদ্ভাবিত হাইব্রিড ফুলকপি স্নোবেবি-৬০ কৃষকের    মাঝে সাড়া ফেলেছে। এই জাতের ফুলকপি কর্তন উপলক্ষে এক মাঠ দিবস ২০ ডিসেম্বর বিকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষক আবদুস সালাম জানান, তিনি প্রায় এক বিঘা জমিতে হাইব্রিড ফুলকপি স্নোবেবি-৬০ চাষ করেন। ফসলটি আগাম জাত হওয়ায় বাজারে দাম ভালো পেয়েছেন। রোপণের ৬০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। প্রতিটি ফুলকপির ওজন এক থেকে দেড় কেজি। ধবধবে সাদা বর্ণের হওয়ায় ক্রেতাদের চাহিদাও বেশি। অন্য চাষি নাসিম শেখ, আমির হোসেন, আকুল শেখসহ অনেক কৃষক জানান, আবদুস সালাম গেটকো সিডসের উদ্ভাবিত হাইব্রিড ফুলকপি স্নোবেবি-৬০ চাষ করে সবার আগে এ সবজি বাজারে বিক্রি করতে পেরেছেন। এ কারণে দামও ভালো পেয়েছেন। তাই এ বছর অন্য জাতের ফুলকপি চাষ করলেও আগামীতে তারাও এই জাতের কপি চাষ করবেন। গেটকো সিডস কোম্পানির প্রিন্সিপাল প্লান্ট ব্রিডার খোরশেদ আলম চৌধুরী বাবলা জানান, হাইব্রিড জাতের ফুলকপি স্নোবেবি-৬০ প্রতি একরে ২০ থেকে ২৫ টন পর্যন্ত ফলন হয়। এ জাতটি টাইট পাতা দ্বারা আবৃত থাকায় আকর্ষণীয় সাদা বর্ণের হয়ে থাকে।

সর্বশেষ খবর