শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে যুক্তরাষ্ট্র আর ভারতের স্বার্থ একসূত্রে গাঁথা : বার্নিকাট

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে মোটেই উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র বরং বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন খাতে চীনের বিনিয়োগ ভালো বিষয়।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট এসব কথা বলেছেন। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সফরকালে দেশটির দৈনিক  ‘দ্য হিন্দু’র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দ্য হিন্দুর সঙ্গে আলাপের সময় বার্নিকাট বলেন, বাংলাদেশের উন্নয়নে বরং যুক্তরাষ্ট্র আর ভারতের স্বার্থ একসূত্রে গাঁথা। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের স্বার্থ অনেক বিস্তৃত। ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু পত্রিকার পক্ষ থেকে বার্নিকাটকে গুলশান হামলার পরের বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স  দেখিয়েছে।’

সর্বশেষ খবর