শিরোনাম
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বর্ণিল সাজে পাহাড়

রাঙামাটি প্রতিনিধি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনে নতুন সাজে সাজানো হয়েছে পাহাড়ি জনপদকে। গির্জায় গির্জায় করা হয়েছে আলোকসজ্জা। জেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামগুলো লাল-নীল সাজে সেজেছে। ক্রিসমাস ট্রি, ধর্মীয় প্রার্থনা, বাইবেল পাঠ, যিশুর জন্মের গোশালাও তৈরি করা হয়েছে। পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে খ্রিস্ট সম্প্রদায়ভুক্ত বম, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যারা এ উৎসবের সব প্রস্তুতি আগেভাগেই সম্পন্ন করে রাখেন। এরই অংশ হিসেবে গতকালই গির্জাগুলো সাজানো হয় নানা সাজে। বাড়ি-ঘরের উপরে টাঙানো হয়েছে রঙিন কাগজে বানানো আলোকসজ্জা। আঙিনাও সাজানো হয়েছে নানা রঙের কারুকাজে। জানা গেছে, রাঙামাটির ১০টি উপজেলার বিভিন্ন খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালন করা হচ্ছে। তার মধ্যে বিলাইছড়ির, নানিয়ারচর উপজেলার বেতছড়ি চাকমা খ্রিস্টানপাড়া ও পুরানপাড়া, রাঙামাটি শহরের আসামবস্তি, নতুনবস্তি, বন্ধু যিশুটিলা, রির্জাভ, কাপ্তাই উপজেলা, আনন্দ বিহার এলাকা, লুসাই পাহাড়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজানছড়ি, বেটলিং, কংলাক, লুইলুই, উল্ডলংকর গির্জাগুলোতে বড়দিন উপলক্ষে দিনব্যাপী উৎসব উদযাপিত হবে। এছাড়া এলাকায় এলাকায় রয়েছে প্রীতিভোজের আয়োজন। রাঙামাটি ক্যাথলিক চার্চ পাল পুরোহিত ফাদার পংকজ পেরেরা জানান, পাহাড়ে শান্তির বার্তা নিয়ে এসেছে প্রভু যিশুর জন্মদিন। বিপুল আনন্দ, উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় জেলা শহরসহ রাঙামাটির বিভিন্ন গির্জায় বড়দিন উদযাপিত হবে। এ উৎসবের মধ্যে মিশে যাবে সব হিংসা, সংঘাত। সৃষ্টি হবে সম্প্রীতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর