রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
আজ সমাপনী দিন

ছুটির দ্বিতীয় দিনে রিহ্যাব মেলায় উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

ছুটির দ্বিতীয় দিনে রিহ্যাব মেলায় উপচেপড়া ভিড়

স্বপ্নিল সুন্দর আবাসনের খোঁজে রিহ্যাব মেলায় গতকাল ছুটির দিনে ছিল দর্শনার্থীদের ভিড় —বাংলাদেশ প্রতিদিন

সপ্তাহের দ্বিতীয় ছুটির দিনে গতকাল রিহ্যাবের আবাসন মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপচেপড়া ভিড় জমেছিল। মেলায় তারা সবাই খুঁজেছেন স্বপ্নিল সুন্দর আবাসনের ঠিকানা। রিহ্যাব সূত্র জানায়, এ দিন প্রায় সাড়ে ৪ হাজার ক্রেতা-দর্শনার্থী ভিড় করেছিলেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত পাঁচ দিনব্যাপী এ আবাসন মেলা (রিহ্যাব ফেয়ার-২০১৬) শুরু হয় ২১ ডিসেম্বর। আজই মেলার পর্দা নামছে। এবারের মেলায় মোট ১৭৫টি স্টল স্থান পেয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় চলছে অফারের ছড়াছড়ি। অনেক প্রতিষ্ঠান দিচ্ছে মূল্য ছাড়। আবার কোনো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে উপহার সামগ্রী বা মূল্য পরিশোধের বিভিন্ন রকম সুবিধা। এসব পেয়ে দারুণ খুশি ক্রেতারা। রিহ্যাবের প্রথম সহ-সভাপতি লিয়াকত আলী ভুঁইয়া মিলন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবারের মেলায় আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ক্রেতাদের উপস্থিতিও যেমন আছে, বুকিংও তেমন আছে। তবে ব্যাংকের সুদ ক্রেতাদের আরও অনুকূলে এলে আবাসন খাত অনেক চাঙ্গা হবে। খোঁজ নিয়ে দেখা গেছে, দেশের নামিদামি প্রতিষ্ঠানগুলো এবার মেলায় তাদের বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে। যেমন— মাগুরা গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড তাদের সাউথ টাউন নামের প্রকল্প নিয়ে মেলায় এসেছে। প্রকল্পটি কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্প সংলগ্ন ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে। এখানে ৫ কাঠার বাংলো বাড়ি বরাদ্দ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের মার্কেটিং ও বিক্রয় বিভাগের সিনিয়র ম্যানেজার শামিম আহমেদ শিকদার। তিনি বলেন, এ প্রকল্পে আধুনিক জীবনযাপনের সব ধরনের উন্নত সুযোগ-সুবিধা থাকছে। ফলে দক্ষিণ ঢাকায় নিজের বাংলো বাড়ি স্থাপন করতে পারবেন ক্রেতারা। রাজউকের পরিকল্পিত পূর্বাচল মেঘা সিটি ও ঢাকা-সিলেট হাইওয়ে সংলগ্ন পূর্বাচল প্রবাসী পল্লী প্রকল্প নিয়ে মেলায় প্রদর্শন করছে প্রবাসী পল্লী গ্রুপ। আমেরিকান দূতাবাস থেকে ১৪ কিলোমিটার দূরত্বের এ প্রকল্পের জমির মূল্য এককালীন প্রতি কাঠা ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানান প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ রকিবুল হাসান। তিনি বলেন, এ প্রকল্পে কিস্তি সুবিধায় জমি কেনার সুযোগ আছে। প্রতি কাঠা সর্বনিম্ন মাসিক কিস্তি ৩ হাজার ৬৩ টাকা। প্লাটিনাম হোল্ডিংস লিমিটেড এবারের আবাসন মেলায় প্রদর্শন করছে তাদের প্লাটিনাম পূর্বাচল সিটি প্রকল্প। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ শাকিলা এহসান বলেন, এককালীন মূল্য পরিশোধে ৩ কাঠার একটি প্লট বিক্রি করা হচ্ছে ৭ লাখ ৫০ হাজার টাকায়। তবে কোনো ক্রেতা কিস্তিতে নিলে কাঠাপ্রতি মাসিক কিস্তি ৩ হাজার ৭৯০ টাকা। গ্রিন মডেল টাউন প্রকল্প নিয়ে মেলায় এসেছে আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন কর্মকর্তা মোঃ মাহবুব আলম বলেন, প্রকল্পটি রাজউকের শতভাগ নির্দেশনা মেনে করা হয়েছে। পানি, বিদ্যুৎ ও অন্যান জরুরি সব ধরনের সেবা এখনই আছে। এখনই বাড়ি নির্মাণ উপযোগী। এ প্রকল্পে এককালীন ও কিস্তিতে প্লট কেনার সুযোগ আছে। এবারের রিহ্যাব আবাসন মেলায় শামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেড রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত তাদের প্রকল্পসমূহ ক্রেতাদের সামনে উপস্থাপন করছে। প্রতিষ্ঠানটির বিক্রয় ম্যানেজার ইমরুল হক বাবু জানান, মেলায় তাদের আবাসিক ও মাল্টিস্টোরেট বিল্ডিং ও শপিংমল প্রকল্প রয়েছে। ক্রেতাদের ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। তাদের ফ্ল্যাটগুলো ১১০৫ থেকে সাড়ে ৩ হাজার বর্গফুটের।

হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড তাদের প্রকল্পগুলোকে প্রিয়প্রাঙ্গণ নামে পরিচিত করেছে। রাজধানীর অভিজাত সব এলাকায় রয়েছে প্রিয়প্রাঙ্গণের সুবিশাল ফ্ল্যাট। ১২০০ থেকে প্রায় ২ হাজার বর্গফুটের ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। রাজধানীর বিভিন্ন লোকেশনে অনেকগুলো ফ্ল্যাট প্রকল্প নিয়ে এসেছে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার সোহালে রানা জানান, বর্তমানে গুলশান, বারিধারা, বাড্ডা, লালমাটিয়া, মহাখালীসহ রাজধানীর অভিজাত এলাকায় তাদের বেশ কিছু প্রকল্প রয়েছে।

সর্বশেষ খবর