রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাংবাদিকের সঙ্গে কথা বলায় রোহিঙ্গাকে গলা কেটে হত্যা

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন পীড়নের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই এক রোহিঙ্গা মুসলিমের গলাকাটা লাশ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার। সেখানকার এক নদী থেকে ভাসমান অবস্থায় ৪১ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা ও শরীর বিচ্ছিন্ন ছিল।

গত বুধবার স্থানীয় সাংবাদিকদের একটি দলকে রাখাইন পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। ওই দিন সেই সাংবাদিক দলটির কাছে রাখাইনের ভয়াবহ পরিস্থিতি ও সেনাবাহিনীর দমন পীড়নের বিষয়ে কথা বলেছিলেন হত্যার শিকার ওই ব্যক্তি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে খুন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনেছে। তবে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। বিবিসি। রোহিঙ্গাবাহী  আরও ৩ নৌকা ফেরত : কক্সবাজার প্রতিনিধি জানান টেকনাফের নাফ নদের জলসীমানা দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী আরও ৩টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোরে নাফ নদীর সীমান্ত পয়েন্ট দিয়ে এদের ফেরত পাঠানো হয়। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ভোরের দিকে নাফ নদীর হ্নীলার ফুলেরডেইল পয়েন্টের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে ৩টি নৌকায় রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।

সর্বশেষ খবর