রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

লিবিয়ার বিমান ছিনতাই নকল অস্ত্র দেখিয়ে!

প্রতিদিন ডেস্ক

আসল নয়, নকল অস্ত্র দেখিয়ে শুক্রবার মাল্টায় লিবিয়ার অভ্যন্তরীণ একটি যাত্রীবাহী বিমান ১১৮ আরোহীসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। মাল্টার প্রধানমন্ত্রী যোশেফ মাসকাট এক টুইট বার্তায় একথা জানিয়েছেন। সিএনএন জানায়, প্রথমে মাল্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এটিয়েন সেন্ট জন জানিয়েছিলেন যে, ছিনতাইকারীদের কাছে গ্রেনেড রয়েছে এবং তারা এগুলো ব্যবহার করে বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। পরে অনুসন্ধানে দেখা যায় যে, ছিনতাইকারীদের কাছে থাকা গ্রেনেড ও অস্ত্রগুলো আসল নয়, বরং এগুলো খেলনা। শেষমেশ কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কয়েক ঘণ্টার মধ্যে বিমান ছিনতাই ঘটনার অবসান ঘটেছিল। বিমানটির সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুই ছিনতাইকারীকে দেশটির নিরাপত্তাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে। তারা ইরাকের সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির অনুগত বলে খবরে বলা হয়। ছিনতাইয়ের শিকার এয়ারবাস এ-৩২০ বিমানটি আফ্রিকিয়া এয়ারলাইন্সের অন্তর্গত। বিমানটি ইরাকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সাবার একটি মিলিটারি বিমানবন্দর থেকে ছেড়ে রাজধানী ত্রিপোলিতে যাওয়ার কথা ছিল। ছিনতাইকারীরা এটির পথ পরিবর্তন করে পার্শ্ববতী দেশ মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য করে। ছিনতাইয়ের পরপরই তারা গ্রেনেডে দিয়ে বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। ছিনতাইকারীদের সঙ্গে মাল্টা সরকারের সমঝোতায় সব আরোহীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে ছিনতাইকারীদের পরিচয় এবং আরোহীদের ছেড়ে দেওয়ার বিনিময়ে কোনো কিছু দাবি করা হয়েছিল কিনা তা জানা যায়নি। বিমানটির ১১৮ আরোহীর মধ্যে ৭ জন বিমানটির ক্রু ছিল। বাকি ১১১ যাত্রীর মধ্যে ৮২ জন পুরুষ, ২৮ জন নারী ও একটি শিশু ছিল বলে মাল্টার প্রধানমন্ত্রী যোশেফ মাসকাট টুইট বার্তায় জানিয়েছিলেন।

সর্বশেষ খবর